সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। জেলায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত ফটো সাংবাদিকদের নিয়ে রোববার(২ ফেব্রুয়ারী) বিকালে নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম আশা। সাধারণ সম্পাদক হয়েছেন এসএ টিভির ক্যামেরা পার্সন মো: জাকির হোসেন।
রোববার বিকালে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা হলেন- অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা ও দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী।