মীর খায়রুল আলম: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, হজরত শাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরছ শুরু হচ্ছে আজ থেকে। বাংলা মাসের ২৬, ২৭, ২৮ মাঘ এবং ইংরেজি ৯,১০,১১ ফেব্রুয়ারি রবিবার, সোমবার ও মঙ্গলবার তিন দিন ব্যাপি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে চলা নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা করেন তিনি। প্রতিবছর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ওরছ কেন্দ্র করে প্রতিদিন বাদ ফজর হতে মিলাদ শরীফ, দোয়া অনুষ্ঠান, চাঁদর পেশ, রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হবে। এদিকে ওরছ উপলক্ষে ইতোমধ্যে স্থানীয় সহ দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশন থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আর সমগ্র অনুষ্ঠানে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে ধর্মীয় অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত লাইট, প্যান্ডেল, গেট, আবাসন ব্যবস্থা, রন্ধনশালা, নানান স্টল তথা নান্দনিক ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছে নলতায়। সু-শৃঙ্খল পরিবেশে ৬১ তম বার্ষিক ওরছ শরীফ সফল করতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. নজরুল জানান, ৩দিন ব্যাপী পবিত্র ওরছ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভক্তদের জন্য থাকা খাওয়া সহ সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।