সাতক্ষীরা ভোর ৫:১৮ রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ভোমরায় জোর পূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

    mir khairul alam
    ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরায় জোর পূর্বক জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় ভুক্তভোগী শহরের কাটিয়া এলাকার মৃত এ্যাডঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মকছুদুর রহমান সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সদরের ভোমরা এলাকার মৃত সরফরাজ মোল্লার ছেলে রাজ ট্রেডিংয়ের মালিক মোঃ জাকির হোসেন(৬২) খুবই দুর্দান্ত প্রকৃতির, সে কাউকে পরোয়া করে না। সে গায়ের জোরে বিভিন্ন লোকের জায়গা জমি দখল করে থাকে। ভুক্তভোগী বলেন ১৯৯৬ সালে কোবলা মূলে খরিদ করা সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ী মৌজার খতিয়ান নং- ৪৯২, দাগনং-২৩৮৭ এ ছয় শতক জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিলেন। তবে ঘটনার সময় সে বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জাকির হোসেন। ভুক্তভোগীর জমি লোকজন নিয়ে দখল করে ভবন নির্মান করার জন্য পিলার স্থাপন করেছে। ঘটনাটি আমি জানতে পেরে ভুক্তভোগী জমিতে যাই এবং দেখতে পাই সে (জাকির হোসেন) পাঁচ তলা ভবনের জন্য বেজ ও কলাম ঢালাই করেছে। তাকে বাধা দিলে সে মারমুখি হয়ে আমাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী আরো জানান, আমি খবর নিয়ে জানতে পারি সাতক্ষীরা বারের আইনজীবীরা কর্মবিরতি পালন করছে। আমি আইনি ভাবে কোন সহযোগীতা আদালতে পাবোনা এ সুযোগকে কাজে লাগিয়ে সে আমার জমি দখল করে ভবন নির্মান করছে। এ বিষয়ে জাকির হোসেন তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জমি কিনেছি। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা মফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর কাগজ ঠিক আছে আমরা জিডি করে আদালতে জানাবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।