সাতক্ষীরা ভোর ৫:৩৬ বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের জন্মদিন পালন

    mir khairul alam
    ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ব্যতিক্রমী উদ্যোগে নিবন্ধিত ও কমিউনিটির ৪শত শিশুর জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ফুটবল মাঠে এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। এতে সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার লাভলু খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুখ বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অনুষ্ঠানে সুশীলনের সিডিও মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য দেন খুলনা কেসিওর ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট সুভাষ মন্ডল, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উত্তম রায় প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথম দিন ৪শ শিশুর জন্মদিন পালন করা হয়। এসময় শিশুদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কেক কাটা হয় এবং প্রত্যেক শিশুদের জন্য উপহার প্রদান করা হয়। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার নিবন্ধিত ও কমিউনিটি শিশুর জন্মদিন উদযাপন করা হবে ও তাদের মধ্যে উপহার বিতরণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।