সাতক্ষীরা রাত ৩:৪২ মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম

    mir khairul alam
    মার্চ ১১, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা: সাতক্ষীরায় ডাক্তার মোঃ হাফিজুল্লাহ’র গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

    আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম,দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টটুল, দীপঙ্কর কুমার মন্ডল, রেজাউল করিম ফুলবাবু, রনদা প্রসাদ মন্ডল, আলী আহসান স্বাধীন, আশরাফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও ভিডিও দেখে পুলিশ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ওপর হামলার মূল হোতা কসাইখ্যাত ডাক্তার হাফিজুল্লাহ গ্রেপ্তার হয়নি। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানাতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার হাফিজউল্লাহ সহ সকল আসামীরা গ্রেফতার হয়।

    বক্তারা বলেন, আমরা এখন তার গ্রেফতারের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।