সাতক্ষীরা রাত ৩:৪৬ বুধবার , ১২ মার্চ ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে দেবহাটায় এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

    mir khairul alam
    মার্চ ১২, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: “ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এমএএইচ মঈনুল, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, আনসার ভিডিপি লিডার রায়হান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ। এসময় স্বাস্থ্য দপ্তরের কর্মী, শিক্ষক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করা যাবে। এবছর দেবহাটায় ৬ থেকে ১২ মাস বয়সী ২০৬৫জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪,৩২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১২১ টি কেন্দ্র চালু থাকবে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থেকে এ ক্যাপসুল প্রদান করবেন। এতে কোন প্রকার ভ্রান্ত না হয়ে নিকটস্থ কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদানের আহবান জানানো হয় সভায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।