সাতক্ষীরা সকাল ৯:১৮ বুধবার , ২৫ জুন ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

    mir khairul alam
    জুন ২৫, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
    Link Copied!

     

    “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামান, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রূপালীর পরিচালক শফিকুল ইসলামসহ স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।