কালিগঞ্জ:: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উদীয়মান তরুণ সাংবাদিক শেখ নুরুজ্জামান (২৫) সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ অরেশ আলীর ছেলে। শেখ নুরুজ্জামান বর্তমানে জনপ্রিয় স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নববানী পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেসরকারি খাতের পরিচিত প্রতিষ্ঠান এসিআই কোম্পানির মার্কেটিং বিভাগেও কর্মরত। শুক্রবার (১১ জুলাই) সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহর থেকে কালিগঞ্জে ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। সাতক্ষীরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে উঠতে গিয়ে হঠাৎ করে পা পিছলে সড়কে পড়ে যান এবং তার ডান পা ভেঙে যায়। সাথে সাথে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। দুর্ঘটনার পর থেকেই সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
