সাতক্ষীরা ভোর ৫:০০ বুধবার , ২৭ আগস্ট ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় দরিদ্র উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরন

    mir khairul alam
    আগস্ট ২৭, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালায় ১৮জন মেলে মাদুর বুনন, ১জন ঘি তৈরি ও ১জন সরিষার তৈল তৈরি ও বাজারজাতকারী উপকারভোগীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এউপলক্ষ্যে মুক্তি ফাউন্ডেশন’র বাস্তবায়নে এবং দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের এক অনুষ্ঠান বুধবার (২৭ আগস্ট) তালাস্থ মুক্তি ফাউন্ডেশন’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশন’র পরিচালক গোবিন্দ ঘোষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস এগ্রোভার্মি কম্পোষ্ট এর স্বত্বাধিকারী মোড়ল আব্দুল মালেক, মুক্তি ফাউন্ডেশন’র সমন্বয়কারী সুনন্দা ভদ্র ও প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যা।
    অনুষ্ঠানে ৩টি ট্রেডের মোট ২০ জন উপকারভোগীকে তাদের স্ব স্ব ট্রেডের কাঁচামাল ক্রয়ের জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ লক্ষ ৯৭ হাজার টাকা প্রকল্পের ইনপুট সহায়তা হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিএমজেড-পিটি প্রকল্প’র উপকারভোগীদের কেঁেচা সার/ভার্মি কম্পোষ্ট এর উপর দু’ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে মুক্তি ফাউন্ডেশন’র প্রকল্প কর্মী রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, নাদিরা পারভিন, আছলিমা খাতুন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।