তালা প্রতিনিধি: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালা সরকারি কলেজে আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালা সরকারি কলেজের আয়োজনে, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইমদাদুল হক। অধ্যাপক মো. নূরে আলম আকন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেে বিশেস দোয়া পরিচালনা করেন ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সোহরাব হোসেন। এরআগে, দিনটি উপলক্ষ্যে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কুরআন তেলোয়াত, হামদ-নাত, ইসলামি কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
