দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সিভিএ মনিটরিং স্ট্যান্ডার্ড (গ্রীন স্কুল) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়েনে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী অভিভাবকদের নিয়ে ছাত্র ছাত্রী লেখা পড়া ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অভিভাবকদের অভিযোগ স্কুলের বিশুদ্ধ পানি ব্যবস্থা, পরিষ্কার ল্যাট্রিন ইত্যাদির ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
পরে ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সিভিএ মনিটরিং স্ট্যান্ডার্ড (গ্রীন স্কুল) অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
