দেবহাটা প্রতিনিধি: দেবহাটা নবাগত উপজেলার নির্বাহী অফিসার “মিলন সাহা” যোগদান করেছেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর সোমবার থেকে দাপ্তরিক কাজ শুরু করেছেন। তিনি ৩৬ বিসিএসএর কর্মকর্তা। এর আগে তিনি খুলনায় ভূমি অধিগ্রহণ শাখায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। চাকুরির শুরুতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বাসিন্দা। এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র যোগদানের কথা জেনে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা উপজেলা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। দেবহাটা প্রধান সমস্যা ও সম্ভবনা বিষয়ে অবহিত হন। সেই সাথে দেবহাটার উন্নয়নের এক সাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি যেকোন অনিয়ম বা অসঙ্গতি দেখা গেলে তাকে অবহিত করার জন্য আহবান জানান।
