তালা প্রতিনিধি: এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে তালার খলিশখালী ও ইসলামকাটি ইউনিয়নে বৈষম্য দূরীকরণ, নাগরিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে নাগরিক ফোরাম’র কমিটি গঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আমরাই পারি’র বাস্তবায়নে ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র সহ-বাস্তবায়নে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে খলিশখালী ইউনিয়ন পরিষদ হলরুমে কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা পিন্টু ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, প্রকল্প কর্মকর্তা ও দলিত নেতা দিলিপ কুমার দাস, সমাজ সেবীকা অঞ্জলি রানী দাস, কমিউনিটি নেতা রাজু মোড়ল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি মানা রানী মুন্ডা প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে উপস্থিত কমিউনিটি প্রতিনিধিদের সমর্থনের ভিত্তিতে পিন্টু ঘোষকে সভাপতি, অঞ্জলি রানী দাসকে সহ-সভাপতি, দ্রোপতী সরকারকে সম্পাদক এবং রাজু মোড়ল ও মানা রানী মুন্ডাকে কার্যকরি সদস্য নির্বাচিত করে
২৫ সদস্য বিশিষ্ট খলিশখালী ইউনিয়ন নাগরিক কমিটি গঠন করা হয়। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ফোরাম’র কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সভায় উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে সাবিত্রী সরকারকে সভাপতি, মো. ইকবল সরদারকে সহ-সভাপতি, দেবব্রত দাসকে সাধারন সম্পাদক এবং মৃনাল কান্তি বিশ^াস ও যশোদা দাসকে কার্যকরি সদস্য নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট অনুরুপ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত উভয় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দলিত, আদিবাসী, প্রতিবন্ধী, বিধবা নারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
