দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কামটা ও আতাপুর গ্রামকে অপুষ্টি গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কামটা গ্রামের আনারুল ইসলামের উঠানে এক সভায় এ ঘোষণা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি রাশেদুল ইসলাম, কামটা গ্রাম উন্নয়ণ কমিটির সভাপতি আনারুল ইসলাম, আতাপুর গ্রাম উন্নয়ণ কমিটির সভাপতি সংকরী সিং প্রমুখ।
উল্লেখ্য যে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে ২টি গ্রামে জরিপ করে অপুষ্টি শিশু বাছায় করা হয়। পরে একবছর ওই গ্রামগুলোতে নিয়মিত মনিটরিং এবং ১২ দিনের পিডিহার্ড সেশন শেষে উক্ত অপুষ্টিকৃত শিশুদের পুষ্টির আওতায় আনা হয়। এতে উক্ত গ্রাম ২টি এখন পুষ্টির আওতায় এসেছে। বর্তমানে গ্রামটি একটি স্বাস্থ্য সম্মত গ্রাম হিসাবে রূপলাভ করেছে।
