দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নুনেখোলা ও শ্যামনগর গ্রামকে আদর্শ গ্রাম ও ইকো ভিজেল ডিক্লেয়ারেশন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে নুনেখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘোষণা দেওয়া হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইটি গ্রামকে ইকো ভিজেল ডিক্লেয়ারেশন ঘোষণা করেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল।
গ্রাম দুটিকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করার পেছনে উল্লেখযোগ্য বিষয় ছিল-প্রতি বাড়ির আঙিনায় সবজি চাষ, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা, প্লাস্টিক ব্যবহার হ্রাস, বিশুদ্ধ পানি সরবরাহ, সৌরশক্তির ব্যবহার, বৃক্ষরোপণ কর্মসূচি।
এসব উদ্যোগের কারণে নুনেখোলা ও শ্যামনগর গ্রাম শতভাগ পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র ডেভেলপমেন্ট অফিসার মমতাজ বেগম, নুনেখোলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পরিবেশবান্ধব গ্রামের সভাপতি জলিল গাজী, প্রদীপ সরকারসহ ইকো ভিজেল ডিক্লেয়ারেশনের সদস্যরা।
