সাতক্ষীরা রাত ২:৩১ শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় আজিজপুর ও দাঁতপুর গ্রামকে ক্লিন অ্যান্ড হেলথি ভিলেজ ঘোষণা

    mir khairul alam
    সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আজিজপুর ও দাঁতপুর গ্রামকে ক্লিন অ্যান্ড হেলথি ভিলেজ ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশিলনের আয়োজনে আজিজপুর ও দাঁতপুর গ্রামকে ক্লিন অ্যান্ড হেলথি ভিলেজ ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি সদস্য আজগার আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, আজিজপুর গ্রাম কমিটির সভাপতি ফিরোজ আহমেদ, দাঁতপুর গ্রাম কমিটির সভাপতি মাসুম বিল্লাহ সহ কমিটির সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্টের প্রতিনিধি শরীফ হোসেন, আল মামুন, স্বপন অনিমেষ ঘোষ প্রমুখ।

    এসময় আজিজপুর ও দাঁতপুর গ্রামের সদস্যগণ ক্লিন অ্যান্ড হেলথি ভিলেজ বাস্তবায়নে যে সকল পদক্ষেপ বাস্তবায়নের অঙ্গীকার করেন- প্রতিটি বাড়িতে উন্নত রান্নার চুলা ব্যবহার করবে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে, প্রতিটি বাড়িতে পর্যাপ্ত সূর্যের আলো সম্পন্ন ও দূর্যোগ সহনশীল বাড়ি হবে, প্রতিটি বাড়িতে নিরাপদ সুপেয় পানি ব্যবহার করতে হবে, প্রতিটি বাড়িতে নিজেদের নোংরা পানি, আবর্জনা সহ জৈব ও অজৈব বজ্য ব্যবস্থাপনা থাকবে, প্রতিটি পরিবার তাদের খাদ্যের জন্য জৈব্য পদ্ধতিতে শাক-সবজি ও ফল-মুল উৎপাদন করবে এবং ফলজ, বনজ ও ঔষাধি গাছ রোপন করবে, প্রতিটি বাড়িতে সৌর শক্তির ব্যবহার থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।