তালা প্রতিনিধি: নারী-শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির (সিএসও) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুুপুরে তালা গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা সিএসও সভাপতি শাহানাজ পারভীন।
প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ’র পরিচালনায় সভায় সিএসও এর সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সিএসও জেলা সদস্য জুলফিকার রায়হান, চায়না দাশ, তালা উপজেলা সদস্য মিজানুর রহমান, ছায়া বিশ্বাস, পলাশ দাস, সাগর দাস, দীপ্তি দাস ও আনন্দ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এসময়- বাল্যবিবাহ প্রবণতা হ্রাস, জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাসন ব্যবস্থা করা, অনলাইন জুয়া বন্ধ, মাদকাসক্ত নিরসন, কিশোর কিশোরীদের মোবাইল আসক্তি বন্ধ করা, নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্যাতনের শিকার নারী এবং শিশুদের সহযোগীতার উপর আলোচনা হয়।
