নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিব ও ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম শাহেদ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।
দিনভর তিনি পারুলিয়া বাজার, সখীপুর, গাজীরহাট, হাদীপুর, নাংলা, নওয়াপাড়া, খানজিয়া, দেবহাটা, শ্রীপুর ও ঈদগাঁও হাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন চান।
গণসংযোগকালে তিনি বলেন, “আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।”
দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, “দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে স্থানীয় ভোটাররা তাকে স্বাগত জানান।
