সাতক্ষীরা রাত ১১:০৯ বুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় গণসংযোগে ব্যস্ত ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ

    Editor
    অক্টোবর ১৫, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি:
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিব ও ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম শাহেদ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

    দিনভর তিনি পারুলিয়া বাজার, সখীপুর, গাজীরহাট, হাদীপুর, নাংলা, নওয়াপাড়া, খানজিয়া, দেবহাটা, শ্রীপুর ও ঈদগাঁও হাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন চান।

    গণসংযোগকালে তিনি বলেন, “আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”

    তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।”

    দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, “দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।”

    সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”

    দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে স্থানীয় ভোটাররা তাকে স্বাগত জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।