সাতক্ষীরা রাত ১০:৫৫ সোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষনের উপর ওরিয়েন্টেশন কর্মশালা

    mir khairul alam
    অক্টোবর ২৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
    Link Copied!

     “দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষনের উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত ” লিডার্স-এর আয়োজনে এবং ZSP প্রকল্পের আওতায় লিডার্স প্রধান কার্যালয়ে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নের লক্ষ্যে লবণ সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনজিত কুমার বর্মণ, শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের, সদস্য সাধারণ পরিষদ লিডার ও বিশিষ্ট সাংবাদিক । এছাড়াও উপস্থিত ছিলেন লিডার্স-এর হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, ZSP প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, এবং SLSCCVP প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জয়দেব জোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস। কর্মশালায় অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকবৃন্দ। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। সভাপতি রনজিত কুমার বর্মণ তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যায় সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।” বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকার কৃষিতে লবণাক্ততা এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই লবণ সহিষ্ণু ধানবীজের উৎপাদন ও সংরক্ষণ কৃষকদের জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।