তালা প্রতিনিধি: তালা উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা বুধবার (২৯ অক্টোবর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রীষ্টান এইডের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি স্বরস্বতী দাস।
উপজেলা অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অন্ত্যজ পরিষদের উপদেষ্টা রুপালী পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদের সোমা সরকার, সন্ধ্যা রানী দাস, মো. আব্দুল্লাহ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস, তারেক সরকার, বিলকিস আক্তার প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ জনগোষ্ঠী ও তাদের বসবাসকৃত এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠীর অধিকার, মানবাধিকার, সরকারী-বেসরকারী সেবায় অন্ত্যজ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন।
