সাতক্ষীরা রাত ১:১১ বুধবার , ২২ অক্টোবর ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় অপহরন চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

    mir khairul alam
    অক্টোবর ২২, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: তালায় সোমাইয়া আক্তার নামের এক গৃহবধু এবং তার শিশু সন্তানকে অপহরনের চেষ্টা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে গৃহবধুর স্বামী আসিব মিয়া এবং তার লোকজন এই অপহরনের চেষ্টা করে। ঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ভুক্তভোগী গৃহবধু সোমাইয়া আক্তার অপহরন চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। এঘটনার পর থেকে মামলা তুলে নিতে নানাবিধ হুমকি প্রদান করা হচ্ছে বলে গৃহবধু অভিযোগ করেছেন।
    তালা সদরের শিবপুর গ্রামের সুবল চন্দ্র পালের মেয়ে তপতী পাল ওরফে সোমাইয়া আক্তার জানান, প্রেমজ সম্পর্কের জেরে মুসলিম ধর্ম গ্রহন করে বগুড়ার সোনাতলা থানার মুলবাড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে মো. আসিব মিয়াকে বিয়ে করেন। ৭ বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে সিনহা সরকার (৫) নামের এক শিশু সন্তান রয়েছে।
    সোমাইয়া আক্তার বলেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহ এবং সংসারের দারিদ্রতার কারনে তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করছেন এবং অনেক কষ্টে শিশু ছেলেকে বড় করে তুলেছেন। কিন্তু এরইমধ্যে স্বামী আসিব মিয়া তাকে নানাবিধ গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে গত ১৫ আগষ্ট ঢাকার টুঙ্গি এলাকায় পারিবারিক আলোচনার জন্য ডেকে নিয়ে আসিব মিয়াসহ তার লোকজন জোর পূর্বক সোমাইয়া আক্তার এবং শিশু সিনহা সরকারকে অপহরনের চেষ্টা করে। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এঘটনার পর নিরাপত্তার স্বার্থে সোমাইয়া আক্তার তার শিশু সন্তানকে নিয়ে তালার বাড়িতে চলে এসে বাবার বাড়িতে বসবাস শুরু করে। একপর্যায়ে গত ৩ অক্টোবর তালা সরকারি কলেজের পিছন থেকে আসিব মিয়া সহ ৫/৬ ব্যক্তি পরিকল্পিতভাবে আবারও সোমাইয়া আক্তার এবং তার শিশু সন্তানকে অপহনের চেষ্টা করলে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এবিষয়ে সোমাইয়া আক্তার বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে আসিব মিয়াসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
    এদিকে, মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আসিব মিয়া প্রতিনিয়ত সোমাইয়া আক্তার ও তার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করাসহ নানাবিধ হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী গৃহবধু অভিযোগ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।