তালা প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে তালায় জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে তালা ব্রজেন দে (বি. দে.) সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই উদ্যোগে শহীদদের স্মরণে রঙ ও তুলিতে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরবগাঁথা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং চিত্রকলার শিক্ষক চন্দ্র শেখর দাস।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা এবং তালা উপজেলা নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতাকালে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন নেতা শাহ জালাল আহমেদ রুমি, মামুন হাওলাদার, মেহেদী ইমরান, মির্জা সাকিব, হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, ছাত্রদল নেতা সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ, দ্যা রেড জুলাই সাতক্ষীরা’র কাজী ইমরান হোসেন, ফাহিমা হোসেন ফুল, অনুপ বিশ্বাস, অভিজিৎ দত্ত ও এনসিপির তালা উপজেলা নেতা শাহরিয়ার আল মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
