সাতক্ষীরা সকাল ১০:৩৩ শনিবার , ২৪ মে ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালায় বিলুপ্তপ্রায় বন বিড়ালের ৩টি বাচ্চা উদ্ধার

    mir khairul alam
    মে ২৪, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: পরিবেশ থেকে বিলুপ্তপ্রায় বন বিড়ালের ৩টি নবজাতক বাচ্চা উদ্ধার হয়েছে। শনিবার (২৪ মে) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের সরদার সুজাত আলির বাড়ি থেকে বাচ্চাগুলো উদ্ধার হয়। প্রকৃতি ও পরিবেশকর্মী প্রভাষক এস.আর. আওয়াল বাচ্চাগুলো তাঁদের নিজ বাড়ি থেকে উদ্ধার করেন।
    ওয়াইল্ডলাইফ মিশনের সাবেক সভাপতি প্রভাষক এস.আর. আওয়াল জানান, শনিবার সকালে তাদের বাড়ির জ¦ালানি কাঠের স্তুপের মধ্যে শনিবার সকালে বিলুপ্তপ্রায় বন বিড়ালের ৩টি ফুটফুটে বাচ্চা দেখা যায়। কাঠের ওই স্তুপ বাগান সংলগ্ন হওয়ায় মা বন বিড়াল বাচ্চাগুলো এখানে আনতে পারে বা এখানেই কোনও এক সময়ে বাচ্চাগুলো প্রসব করতে পারে বলে তিনি ধারনা করছেন। পরে, আব্দুল্লাহ আল মামুন তাজ, তৌহিদ কামরান শাহানশাহ ও গিয়াস উদ্দিন সরদারের সহযোগিতায় বাচ্চাগুলোর নিরাপত্তার স্বার্থে সেখান থেকে উদ্ধার করে পাশের ঘন জঙ্গলে মা’ বন বিড়াালের যাতায়াতের পথে রাখা হয়। উদ্ধারের সময় মা বন বিড়ালকে আশপাশে দেখা না যাওয়ায় বাচ্চা ৩টিকে নজরদারিতে রাখা হয়েছিল। এদিন দুুপরে ওই বাচ্চাদের কাছে তাদের মা বন বিড়লকে দেখা যায় বলে পরিবেশকর্মী ও সাংবাদিক এস.আর. আওয়াল জানান।
    এদিকে, বন বিড়ালের ৩টি বাচ্চা উদ্ধারের খবর পাওয়া মাত্র বিষয়টির উপর বন্য প্রাণি অপরাধ নিয়ন্ত্রণে কাজ করা তালার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন’র পক্ষ থেকে খোজখবর রাখা হচ্ছিল। মা বন বিড়ালকে পাওয়া না গেলে সংগঠনের পক্ষ থেকে বাচ্চা ৩টিকে পুনরায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করার উদ্যোগ নেয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।