তালা প্রতিনিধি: জলাবায়ু এবং দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সভা বুধবার (২৫ জুন) সকালে তালার খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর উদ্যোগে, অ্যাওসেড’র বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু। সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাশ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব এস. এম. রুবায়েত হোসেন, ইউপি সদস্য শামসুল হুদা, মো. সিদ্দিকুর রহমান, ইন্দ্র্রজিৎ বৈরাগী, মো. বিল্লাল হোসাইন, মনোতোষ কুমার দাস, গীতা রানী মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তা পারভীন, সংগঠনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সেক্রেটারি জুলেখা পারভীন শিখা, সদস্য বরুন কুমার সানা, বিল্লাল হোসেন, আবু সাইদ লাবলু ও আয়েশা খাতুন প্রমুখ।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়।
