দেবহাটা প্রতিবেদক: দেবহাটার খেজুরবাড়িয়ার জলাবদ্ধতা নিরসন ও বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। শনিবার এ কর্মকান্ড পরিচালনা করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় অপরিকল্পিত মৎস্য ঘেরের ফলে পানি নিষ্কাশন নিয়ে দীর্ঘদিন সমস্যা চলে আসছিল। শনিবার এ জলাবদ্ধতা নিরসনের লক্ষে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলার খেঁজুরবাড়িয়া গ্রামের কৃতি সন্তান,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সফিকুল আহমদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাহাবুবুল আলম, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য নবাব আলী সহ স্থানীয় জনসাধারণ।

এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। সখিপুর, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় অভিযানে দ্রব্য মূল্যতালিকা না থাকায় এক ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
