সাতক্ষীরা রাত ১১:৫৮ সোমবার , ২১ জুলাই ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    নিরাপদ ব্লু-কার্বন ব্যবস্থাপনায় উপকূলীয় নারীর সক্রিয় অংশগ্রহণে সচেতনতামূলক সভা

    mir khairul alam
    জুলাই ২১, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
    Link Copied!

     

    সুন্দরবন উপকূলীয় অঞ্চলের টেকসই মৎস্য চাষ ও জলবায়ু অভিযোজনকে কেন্দ্র করে নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরায় ব্লু-কার্বন ব্যবস্থাপনার লক্ষ্যে আজ একটি সচেতনতামূলক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    LEDARS-এর আয়োজনে, Meridian Institute- এর সহায়তায় এবং ULAB-এর গবেষণা সহযোগিতায় “Securing Blue Carbon Ecosystems for Sustainable Fisheries and Climate Change Adaptation for Fishers in Sundarbans” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

    প্রতি মাসেই স্থানীয় উপকূলীয় জনগণের সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্লু-কার্বন ইকোসিস্টেম সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং টেকসই মৎস্যচাষ। সভায় অংশগ্রহণ করেন এলাকার নির্বাচিত নারী সদস্যরা। আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন, বিকল্প জীবিকায়নার সুযোগ, টেকসই কৃষি প্রযুক্তি ও নারীর স্বাস্থ্যবিষয়ক নানা দিক।

    সভাটি পরিচালনা করেন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন,

    “এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে উপকূলীয় নারীরা যেমন পরিবেশবান্ধব জীবনধারার সাথে পরিচিত হচ্ছেন, তেমনি নিজেদের জীবিকা ও স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছেন।”

    স্থানীয় নারীরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ব্লু-কার্বন সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা যেমন জীবনের মানোন্নয়নে কাজ করছেন, তেমনি জলবায়ু সহনশীলতাও অর্জন করছেন।

    আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।