তালা প্রতিনিধি: সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর সহযোগিতায় এবং উত্তরণ বাস্তবায়িত কেয়ার প্রকল্পের উদ্যোগে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ উদ্বোধন করা হয়। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে কেয়ার প্রকল্পের পক্ষ থেকে রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের ১ হাজারটি চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু দাউদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উত্তরণের নাজমা আক্তারসহ ও কেয়ার প্রতিনিধি এবং প্রতাপনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, যুবক কমিটির সদস্য ও সর্বস্তরের জনগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
