নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আসিফ হাসান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করব জিয়ারত করেছে প্রশাসন।
শুক্রবার (১৮ জুলাই ২৫) সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সহ স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন।
জিয়ারতকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাহিম বিন ফিরোজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ।
এ সময় শহীদ আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ যে, সাতক্ষীরার প্রথম শহীদ হিসেবে পরিচিত আসিফ হাসান। সে ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের ছোড়া গুলিতে নিহত হন।
