পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এইচএম শফিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি প্রবীর কুমার জয়, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ, এসএম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল, খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অনিয়ম, দুর্নীতি, মাদকসহ নানা অসঙ্গতি তুলে ধরেন। অথচ বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
