সাতক্ষীরা রাত ৪:৩১ বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে

    mir khairul alam
    ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
    Link Copied!

     সাতক্ষীরা: পত্রপত্রিকায় দুর্নীতির খবর পেয়ে সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন খুলনা দুদকের সহকারী পরিচালক মাহাবুব কবিরসহ থানা পুলিশের একটি টিম। এ সময় তিনি বলেন, বিআরটিএ অফিসে দালালের উপদ্রব বেড়েছে- এমন খবর পেয়ে তিনি অনুসন্ধান করতে থাকেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে অফিস সহকারী সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেন। পরে তার বিকাশ অ্যাকাউন্ট চেক করে অতিরিক্ত অর্থ লেনদেনের সস্পর্কিত তথ্য পাওয়া যায়। পরে তাকে বিআরটিএ পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের বিষয় নিয়ে একটি রিপোর্ট তারা হেড অফিসে পাঠানোর পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা কর্তৃপক্ষ নেবে বলে জানান ওই দুদক কর্মকর্তা।
    সূত্রে জানা যায়, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কবির একই স্থানে দীর্ঘ ১২ বছর চাকরি করার সুবাদে বিআরটিএ অফিস দূর্নীতির আখড়াই পরিনত করেছে। তার বাড়ি গোপালগঞ্জে হওয়ায় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দেদারসে দূর্নীতি করে চলেছে সে। তার সহযোগী হিসেবে কাজ করেন অফিস সহকারী সাইফুল ইসলাম।
    সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আবুল হোসেন বাবু নামে এক আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অফিস সহকারী সাইফুল ইসলামের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।