নিজস্ব প্রতনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের অভ্যন্তরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পণ্যসহ চার চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল। আটক চক্রটি শুধু চোরাচালান নয়, মানবপাচারসহ নানা অপরাধে জড়িত বলে সেনা সূত্রে জানা গেছে।
সেনাবাহিনী জানায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সাবেক জলদস্যু জামু ও তার সহযোগীদের অস্ত্র-গোলাবারুদসহ আটক অভিযানের সূত্র ধরে শুক্রুবার (৮ আগস্ট) রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল সুন্দরবনের একটি খালে এ অভিযান পরিচালনা করে। এসময় তারা চার চোরাকারবারিকে হাতে-নাতে আটক করে এবং ১৫ বস্তা চোরাই মালামাল জব্দ করে।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ১২ লাখ ৮০০ পিস ভারতীয় পাতা বিড়ি, ক্যান্সারের ওষুধ Methoxsalen 10 mg, Valganciclovir p 450 mg, Defrijet 500 mg মোট ২৬ হাজার ২৩০ পিস এবং অন্যান্য ওষুধ ৯৮২ পিস। এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সেনা সদস্যরা।
আটকরা হলেন, কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ (২৮), পৈষাখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের দেলোয়ার (৪৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে সুন্দরবন ঘেঁষা সীমান্ত এলাকায় সক্রিয় একটি চোরাচালান চক্রের সদস্য।
সেনাবাহিনী জানায়, এসব চোরাচালান দেশের রাজস্বের জন্য বড় হুমকি এবং সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করছে। আটক আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
