সাতক্ষীরা দুপুর ২:০৬ বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান কাজের ধীরগতি

    mir khairul alam
    ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
    Link Copied!

    ★ ২৪ সালের সেপ্টেম্বরে কাজের মেয়াদ উত্তীর্ণ হয়েগেছে, বর্ধিত মেয়াদ জুন পর্যন্ত
    ★ কাজের অগ্রগতি মাত্র ২০%
    ★ ক্লাশ পরিচালনায় ভোগান্তি
    ★ শিক্ষার্থীরা রৌদ্র, বৃষ্টি ও গরমে নাজেহাল

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা সদরের ৯৭ নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে চরম ধীরগতিতে স্কুল পরিচালনা কষ্ট সাধ্য হয়ে উঠেছে। পিইডিপি-৪ প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ অনুমোদন দেওয়া হয়। ৩ তলা বিশিষ্ট বিল্ডিং এর ১ম ও ২য় তলায় ৪ টি কক্ষ এবং ৩ তলায় ১টি কক্ষ হবে। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৭৯২৮ টাকা। কাজ শুরুর কথা ছিল ২০২৩ সালের জুন মাসে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসাবে পুরাতন বিল্ডিং অপসারণ করে খুবই নিচু করে টিনসেড কক্ষে অস্থায়ী ঘর নির্মান করে ক্লাশ পরিচালনা করা হচ্ছে। অফিসসহ ৪ কক্ষ বিশিষ্ট মাথা ছুঁই ছৃঁই ঘরের মধ্যে কাপড়ের ও চাচের বেড়ার মধ্যে সংকীর্ণ পরিসরে আলো বাতাসের সংকটের মধ্যে শিক্ষার্থীরা বসে ক্লাশ করছে। ১৪০ জন ছাত্রছাত্রীর কলকাকলিতে ভরে থাকা স্কুলটি বর্তমানে মৃতপুরীর মত হতে চলেছে। তা স্বত্ত্বেও ঠিকাদার গত ডিসেম্বর-জানুয়ারীতে বেড খোড়া শুরু করেন। একবার মেয়াদ শেষ হওয়ার পর ২৫ সালের ফেব্রুয়ারীতে বেজের কাজ শুরু করেন। সরজমিন গিয়ে দেখা যায় মাত্র ৩ জন শ্রমিক কাজ করছেন। কবে নাগাদ কাজ শেষ হবে তা বলা কঠিন। কাজের মেয়াদ শেষ হয়ে গেছে ২৪ সালের সেপ্টেম্বরে। আবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী জুন মাস পর্যন্ত। প্রকল্পের মেয়াদও শেষ হবে জুন মাসে। তখন এ কাজের পরিণতি কি হবে বলা মুশকিল বলে মন্তব্য করেন স্কুলের প্রধান শিক্ষক মুর্শিদা পারভিন। স্কুলের অস্থায়ী ঘরের দুরাবস্থা, মাঠে ভবন নির্মান কাজের সরঞ্জাম এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ নির্মান কাজের সামগ্রীতে ঠাসা। খেলার সুযোগ পড়ে থাক শিক্ষার্থীদের হাটা চলার পরিবেশ পর্যন্ত নেই। এব্যাপারে এলজিইডির আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব জানান, কাজের মেয়াদ শেষ হওয়ায় আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে কাজের তৎপরতা বেশ ভাল। এখন ২৫/৩০% কাজ সম্পন্ন হয়েছে। জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। জুনেই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।