দেবহাটা প্রতিনিধি: “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজন ও বাস্তবায়নে র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে দেবহাটা ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আসাদুজ্জামান (রিপন) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির উত্তম রায়, আবু সাইদ ও মো. ফিরোজ শাহ, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল পর্যায়ে সরকারি ও বেসরকারি ভাবে শিশুর সকল অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেক শিশুর গড়ে উঠার জন্য তার যে ৬টি মৌলিক অধিকার আছে তার সঠিক নিশ্চিত করার জন্য আমাদের দপ্তর থেকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো। এমন অনুষ্ঠান বাস্তবায়ন করায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের মৌলিক অধিকারের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান তিনি।
