সাতক্ষীরা রাত ৪:১৮ সোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    নাইটগার্ড থেকেও দেবহাটায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

    mir khairul alam
    নভেম্বর ২৫, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ে ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছে। গত ২৫ নভেম্বর সোমবার ভোর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে এলাকাবাসী জানান, পূর্বের তুলনায় পুলিশি তৎপরতা ঘাটতি থাকার কারণে এলাকার বখাটে যুবকদের মাদকাসক্ত দৌরাত্ম্য বেড়ে গেছে, তাছাড়া উক্ত স্কুলের সামনে রাস্তা থাকায় বহিরাগত বখাটেদের আনাগোনা বেড়ে যাওয়ার কারণেও এধরনের চুরি সংঘটিত হচ্ছে বলেও এলাকাবাসী জানিয়েছে। স্কুলের নৈশ্য প্রহরী আব্দুর রশীদ মোল্ল্যা জানান, শেষ রাতে নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই। সেই সুযোগে ওৎপেতে থাকা চোরেরা প্রাচীর টপকিয়া অফিসের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে বলে দাবি তার। স্কুলের প্রধান শিক্ষক আলিমুর রহমান জানান, আমার অফিস কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি দেবহাটা উপজেলার ইউএনও আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আমি পরামর্শ দিয়েছি এবং বলেছি কোথায় কি ঘটেছে আপনারা বসে সমাধান করেন। জিনিসটি সরকারি সম্পদ যত দ্রুত সম্ভব উদ্ধার করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। এদিকে জানা গেছে, ওই নৈশ্য প্রহরী রাতের বেলা বিদ্যালয়ে থাকেন না। এমনকি দায়িত্ব থাকার ব্যক্তি মাসের পর মাস বাড়িতে ঘুমিয়ে বেতন তোলেন বলেও অভিযোগ রয়েছে। নাইটগার্ড থেকেও চুরির বিষয়ে স্থানীয়দের মাঝে প্রশ্নের সৃষ্টি করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।