সাতক্ষীরা রাত ৩:৩৯ বুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরার তালায় ছেলে ও বউএর মারপিটে মারা গেলেন বৃদ্ধা মা, আটক পুত্রবধু

    mir khairul alam
    নভেম্বর ২৭, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
    Link Copied!

    বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালার দোহার গ্রামে আপন ভায়ের জমি জোরদখল করার জন্য কাশেম খাঁ তার ভাই বিল্লালকে মারপিট করে। এ সময় বৃদ্ধা মা ছবিজান বেগম (৮০) বিল্লাল হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসে। এতে ক্ষুব্ধ হয়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ বৃদ্ধা মাতা ছবিজান বেগমকে বাশ দিয়ে মাথায় আঘাত করা সহ শ্বাসরোধে হত্যা করার জন্য গলা চেপে ধরে মাটিতে ফেলে দিতে থাকে। স্ত্রী রোজিনা বেগমের সহযোগীতায় হত্যার জন্য বৃদ্ধা মাকে বারবার মাটিতে ফেলে দিয়ে আঘাত করায় হতভাগ্য মায়ের মস্তিস্কে রক্তক্ষরন সহ গলার হাড় ভেঙ্গে যায়। ঘটনার পর বৃদ্ধা ছবিজান বেগমকে প্রথমে তালা হাসপাতালে আনা হয়। এখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখান চিকিৎসায় সুস্থ্য হবার সম্ভাবনা না থাকায় ফেরৎ পাঠানো হয়েছে। প্রায় ১ সপ্তাহ কোমায় থাকা বৃদ্ধা মা ছবিজান বেগম নিজ বাড়িতে বুধবার মারা গেছেন।

    উপজেলার দোহার গ্রামের মৃত আলীম উদ্দীন খাঁর পুত্র মো. বিল্লাল হোসেন বলেন, পিতার মৃত্যুর পর বৃদ্ধা মাতা, তারা ৩ ভাই ও ৪ বোন পৈত্রিক ৭২ শতক জমি স্থানীয় ভাবে বারবার সালিস করে ভাগবাটোয়ারার মাধ্যমে যে যার অংশ ভোগ দখল করছে। কিন্তু অপর ভাই কাশেম খাঁ তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলের শশুর (বিয়ায়) মুকুল এর উস্কানিতে সালিস অমান্য করে বারবার ভাইদের জমি জোর দখল সহ গাছপালা কেটে নেয়। এতে বাঁধা দিলে কাশেম খাঁ যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে অপর ভাইদের হয়রানী করে আসছি। সর্বশেষ গত ৯ ও ১০ নভেম্বর এই জমি এবং রাস্তা বন্ধ করা নিয়ে মাপ জরিপ হয় এবং সালিস শেষে কাশেমকে রাস্তা ছেড়ে দিতে হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পরদিন ১১ নভেম্বর কাশেম খাঁ ও তার বিয়ায় মুকুল হোসেন পরিকল্পিত ভাবে বিল্লাল খাঁকে মারপিট করে ফের জমি দখলের পায়তারা করে। এসময় বৃদ্ধা মাতা ছবিজান বেগম ছেলেকে উদ্ধারে এগিয়ে আসলে পুত্রবধু রোজিনা বেগম তাকে গাছের সাথে বেঁধে ব্যপক মারপিট করে। একপর্যায়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ এসে তার বৃদ্ধা মায়ের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে। পরে গলা চেপে ধরে বারবার মাটিতে ফেলে দিলে মাতা ছবিজান বেগমের গলার হাড় ভেঙ্গে যায়।

    স্থানীয়রা জানান, কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগম এলাকায় দূর্বৃত্ত ও বর্বর ঝগড়াতে হিসেবে পরিচিত। তারা তাদের বিয়ায় মুকুলের উস্কানিতে বৃদ্ধা মাতা ছবিজানকে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত ও অচেতন থাকা ছবিজানের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে বাড়িতে ফেরত দেওয়ার পর ওই মা মারা গেছেন।

    এ ঘটনায় তালা থানায় কুলাঙ্গার পুত্র কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মুকুলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী বিল্লাল হোসেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে আটক করে জেলে প্রেরন করেছে। অপর আসামীদের আটক করার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে, ঘটনার পর থেকে গ্রামের সর্বস্তরের মানুষ বর্বর কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মো. মুকুল হোসেন উপর ক্ষুব্ধ রয়েছেন।

    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর ইসলাম জানান, বৃদ্ধাকে মারপিট করার ঘটনায় মামলা দায়েরের পর পুত্রবধুকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে বুধবার বাড়িতে ওই বৃদ্ধার মৃত্যু হল মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।