সাতক্ষীরা সন্ধ্যা ৬:৪১ বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলারোয়া
    7. কালিগঞ্জ
    8. খুলনা
    9. খেলার খবর
    10. জাতীয়
    11. জেলার খবর
    12. জ্বালানি
    13. তালা
    14. দেবহাটা
    15. পাইকগাছা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    তালার এইচএমএস স্পোর্টিং ক্লাবের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

    mir khairul alam
    জানুয়ারি ২৩, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
    Link Copied!

    গফ্ফার সভাপতি, মেহেদী সম্পাদক

    তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগরের ঐতিহ্যবাহী এইচ.এম.এস (হরিহরনগর, মুড়াগাছা ও শাহাপুর) স্পোর্টিং ক্লাবের ৩ স্তরের পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। আগামী ২ বছরের জন্য ৭৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ইতোমধ্যে সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
    সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- এলাকার এমন ব্যক্তিদের মধ্যে মুড়াগাছা গ্রামের কৃতি সন্তান ডাক্তার আব্দুস সালামকে গঠিত কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনিত হয়েছেন। এছাড়া অন্যান্যের মধ্যে খুলনা বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির অপু, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার জিয়ারুল ইসলাম বাবু, কয়রা জায়গীরমহল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অজিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন লালটু, সমাজসেবা বিভাগের কর্মকর্তা রোকনুজ্জামান বকুল আবুল কালাম আজাদ বাবলু, শাহাদাত হোসেন সবুজ ও আবুল হাসান খোকন রয়েছেন। এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদে খেশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মইনুল ইসলাম প্রধান উপদেষ্টা মনোনিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মহাতাব উদ্দিন, বর্তমান চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক এমএম মোবারক হোসেন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকির হোসেন জোয়ারদার, বিএনপি নেতা আরশাদ আলী সরদার, সোহরাব গাজী, মিজানুর রহমান গোলদার, শেখ অলিউর রহমান, মাস্টার রবিউল ইসলাম, ইউপি সদস্য সামসুল হক মোড়ল ও সামছুল হুদা পল্টু প্রমূখ।
    অপরদিকে নির্বাহী কমিটির সভাপতি নিবার্চিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং খেসরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি মাস্টার হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজমির হোসেন সোহাগ, মেজবাহুর রহমান, নাহিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন। কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান হাসিব বলেন, খেশরা ইউনিয়নের একটি পুরাতন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন হিসেবে এইসএমএস ক্লাবের সুখ্যাতি রয়েছে। আগামীতে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা যায় সেটাই আমাদের চেষ্টা থাকবে। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর বলেন, তরুণরা অনেক ক্ষেত্রে খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদন থেকে দূরে সরে গেছে। অনেকেই নেশা এবং অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। এজন্য এই ক্লাবের মূল লক্ষ্য থাকবে তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ব্যস্ত রাখা। নিয়মিত খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ধর্মীয় অনুষ্ঠান ও বৃক্ষরোপণ সহ সামাজিক কর্মকান্ড এই ক্লাবের মাধ্যমে পরিচালিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।