সাতক্ষীরা রাত ১১:৩০ বুধবার , ১৩ আগস্ট ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করলেন মাওলানা নূরুল আফসার মুরতাজা

    mir khairul alam
    আগস্ট ১৩, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
    Link Copied!

     

    আব্দুর রাজ্জাক ঃ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং সংলগ্ন চড় জামে মসজিদ নদী ভাঙ্গনে কবলিত হওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াছাত আলী সুযোগ্য পুত্র, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আফসার মুরতাজা। বুধবার দুপুরে তিনি ভয়াবহ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।
    ২০০৩ সালে প্রতিষ্ঠিত এলাকার স্বনাধন্য মাদ্রাসা ও জামে মসজিদ মরিচ্চাপ নদীর চর ভরাটি স্থানে প্রতিষ্ঠিত। নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রীয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদের গা ধরা করেছে, ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের মুখে পড়েছে। মাদ্রাসা হুমকীর মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়িতে নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে।
    কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিকী উদ্যোগে উদ্যোগে ও মাদ্রাসার সভাপতি লুৎফর রহমানের আমন্ত্রনে উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা বুধবার ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। তিনি ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আলমগীর হোসেন , আবুল হোসেন, মসজিদের ঈমাম হুসাইন আহমেদ, মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী নজরুল ইসলাম,আব্দুস সামাদ, আজগার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।মাদ্রাসার সভাপতি লুৎফর রহমান বলেন, আমরা সব সময় এলাকার মানুষের সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করছি। আমরা ইতিমধ্যে ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের সহযোগিতায় দ্রুত কাজ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে এই ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।