সাতক্ষীরা ভোর ৫:০৯ বুধবার , ১২ মার্চ ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে সদর জামায়াতের ১ম পর্বের ইফতার ও দোয়া মাহফিল

    mir khairul alam
    মার্চ ১২, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
    Link Copied!

    প্রেস রিলিজ :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার  আয়োজনে স্থানীয় সদর উপজেলা সাংবাদিকদের সম্মানে ১ম পর্বের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১১ রমজান বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা জেলা শহরে আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে  ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা  জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান  এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক  সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ।  মিডিয়া বিভাগের পরিচালক শাহাজান আলীর  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ ও প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট  আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট আজিজুর রহমান, মাওলানা রুহুল আমিন,  শহীদ হাসান,দৈনিক সংগ্রাম পত্রিকার  সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস,  মুজাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় সদর  উপজেলার  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।