সাতক্ষীরা ভোর ৫:১১ বুধবার , ১২ মার্চ ২০২৫
  • ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. খুলনা
    10. খেলার খবর
    11. জাতীয়
    12. জেলার খবর
    13. জ্বালানি
    14. তালা
    15. দেবহাটা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনার: যুক্ত হতে পারবেন আপনিও!

    mir khairul alam
    মার্চ ১২, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ‌’ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনারের আয়োজন করেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরণী রোডের পাকাপোল সংলগ্ন অর্ঘ্য প্লাজার দ্বিতীয় তলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

    সেমিনারে ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দেশসেরা মেন্টর ও ফ্রিল্যান্সার আশিকুর রহমান অরন্য, মোঃ জাওয়াদ হাসান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আব্দুল্লাহ আল-মামুন ও গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট আহমেদ রাইয়ান।

    ফ্রি সেমিনারের বিষয়ে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিম বলেন, বর্তমানে বিশ্বে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের প্রসার বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কাজ করার সুযোগও তৈরি হচ্ছে। সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং কাজের জন্য মানুষ আগ্রহী হচ্ছে কিন্তু সেই অনুযায়ী দক্ষ ফ্রিল্যান্সার গড়ে উঠেনি। সেক্ষেত্রে দরকার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সঠিক গাইডলাইন। তাছাড়া আরও জানা প্রয়োজন অনলাইনে আয়ের নির্ভুল ধাপগুলো যা আপনাকে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য সহায়তা করবে। তাই সাতক্ষীরাবাসীকে এই সঠিক দিক নির্দেশনা দিতে আমাদের এই সেমিনারের আয়োজন।

    তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরাসহ দেশের ৬৪ জেলাতেই ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স করাচ্ছে। এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য কোনো ফি লাগবে না, এবং সরকারের পক্ষ থেকে ২০০ টাকা দৈনিক যাতায়াত ভাতা, দুপুরের খাবার, এবং দুইবার নাস্তা দেওয়া হবে। ফ্রি কোর্স ছাড়াও আমাদের রয়েছে বিষয়ভিত্তিক প্রিমিয়াম ফ্রিল্যান্সিং কোর্স। যেখানে ভর্তি হওয়ার মাধ্যমে অনলাইন থেকে নিশ্চিত আয়ের গ্যারান্টি পাবে প্রশিক্ষণার্থীরা।

    এসময় সাতক্ষীরা জেলার বেকার যুবক-যুবতীদের ‘ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও অনলাইনে আয়’ বিষয়ক ফ্রি সেমিনারের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।