নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ২ ( সদর ও দেবহাটা) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ বলেছেন, আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম শাহেদ বলেন, “দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।”
এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি মো. আসাদুজ্জামানসহ প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
