নিজস্ব প্রতিবেদক: জেলার অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি হলেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মো: শামিনুল হক।মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সদর থানার ওসি কে সন্মাননা ক্রেস্ট তুলেদেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসাবে জেলার শ্রেষ্ঠ এ.এস.আই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা পুরুস্কার পান সাতক্ষীরা থানার এ.এস.আই শামিম।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন, জেলা বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ওসি (ডিবি) নিজাম উদ্দীন মোল্যা, ট্রাফিক ইন্সেপেক্টর শাহাবুদ্দীন এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।