সাতক্ষীরা রাত ১০:৫১ শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
    1. অপরাধ
    2. অর্থনীতি
    3. আইসিটি
    4. আন্তর্জাতিক
    5. আশাশুনি
    6. উপকূল
    7. কলাম
    8. কলারোয়া
    9. কালিগঞ্জ
    10. কৃষি
    11. খুলনা
    12. খেলার খবর
    13. জাতীয়
    14. জেলার খবর
    15. জ্বালানি
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক প্রার্থী টাকসু’র সাবেক ভিপি এম এম আল মিনহাজ

    mir khairul alam
    আগস্ট ২২, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
    Link Copied!

     

    রিদওয়ান:

    ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়ছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সাবেক ভিপি ও ময়মনসিংহের ছেলে এম এম আল মিনহাজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একজন প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থী এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল গবেষক। নিজের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যাম্পাসের স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী তিনি।

    ​আল মিনহাজ একজন অভিজ্ঞ ছাত্রনেতা। তার ছাত্ররাজনীতির হাতেখড়ি হয় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। ২০২৩ সালে তিনি মাদ্রাসার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি সহ-সভাপতি (ভিপি) পদে দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থানের সময় ১০-১২ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এ সময়ে তার বিরুদ্ধে চারটি মামলাও হয়, যার মধ্যে তিনটিতে তিনি প্রধান আসামি ছিলেন।
    ​বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিতর্কে দুটি চ্যাম্পিয়নশিপ ক্রেস্ট অর্জন করেন এবং বিএনসিসি নেভাল উইংয়ের সদস্য ছিলেন। প্রথম বর্ষে গেস্টরুমের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে তিনি নিজেই এই প্রথার বিরুদ্ধে অবস্থান নেন। আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে দীর্ঘ সময় হলের বাইরেও থাকতে হয় তাকে। তবে মেধার ভিত্তিতে পরবর্তীতে তিনি ৭১ হলে বৈধ সিট পান। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ এবং নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তুলেছে।

    ​আল মিনহাজ মনে করেন, ডাকসু কেবল একটি ক্ষুদ্র পরিসরের প্ল্যাটফর্ম নয়, বরং এটি দেশ ও জাতির জন্য দীর্ঘমেয়াদি কিছু করার একটি সুযোগ। তিনি তার মেধা, অভিজ্ঞতা, সময় ও শ্রম দিয়ে নিজেকে উজার করে দিতে চান। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কাজের সদিচ্ছা এবং ছাত্রদের প্রতি দায়বদ্ধতা যেকোনো পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ছাত্রদের জন্য সর্বোচ্চটুকু করতে পারাই একজন ছাত্র প্রতিনিধির মূল দায়িত্ব।”

    ​তা’মীরুল মিল্লাত টঙ্গী’র সিনিয়র আরবি প্রভাষক ড. সালমান তার ফেসবুক পোস্টে আল মিনহাজকে শুভকামনা জানিয়েছেন।
    ​এছাড়া, আল মিনহাজের সাবেক সহকর্মী ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর বর্তমান ভিপি মুহাম্মদ ইকবাল কবির তার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ব্যক্তি হিসেবে উনাকে ত্যাগী, পরিশ্রমী, অনড় মনোবল, দায়িত্বের ব্যাপারে আন্তরিক হিসেবেই পেয়েছি। আমি মনে করি একজন যোগ্য ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাবিয়ানরা উনাকে চিনতে ভুল করবে না! প্রিয় ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ তা’য়ালা দেশ ও জাতির খেদমতের সুযোগ করে দিন।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।